হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে ব্যাপক প্রচার চালাবে জামায়াত

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে ব্যাপক প্রচার চালাবে জামায়াত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৩২, ২৭ নভেম্বর ২০২৫

Google News
হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে ব্যাপক প্রচার চালাবে জামায়াত

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনে ব্যাপক প্রচার চালাবে জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে চার ঘণ্টার বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি সমকালকে বলেছেন, জামায়াত নির্বাচনের আগে গণভোট চেয়েছিল। এ দাবি পূরণ না হলেও, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সংবিধান সংস্কারের জন্য হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো হবে।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বৈঠকে দোয়া করা হয়েছে। গঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন করা হয়েছে।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নে ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭ বিভাগীয় শহরে সমাবেশ সফলে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের