রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন এবং পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, বেগম খালেদা জিয়া এখনো কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন দেখা দেওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালাচ্ছেন। অপর সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। ঢাকায় বেগম খালেদা জিয়ার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এর আগে গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম

