স্যাটেলাইট যোগাযোগ বাজারে সরবরাহ বৈচিত্র্য আনতে এবং বাণিজ্যিক মহাকাশ ও লো-অল্টিটিউড অর্থনীতির মতো উদীয়মান শিল্পগুলোর নিরাপদ ও সুস্থ বিকাশের লক্ষ্যে ‘স্যাটেলাইট ইন্টারনেট অফ থিংস’ পরিষেবার বাণিজ্যিক ট্রায়াল শুরু করলো চীন।
সম্প্রতি মধ্য চীনের হুবেই প্রদেশের উহানে অনুষ্ঠিত ‘চায়না ফাইভ-জি প্লাস ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট কনফারেন্সে ২০২৫’-এ বলা হয় এই বাণিজ্যিক ট্রায়ালটি দুই বছর ধরে চলবে।
এই পরীক্ষার মাধ্যমে যে সমস্ত কোম্পানি আইন মেনে স্যাটেলাইট আইওটি পরিষেবা দিতে সক্ষম শুধু তারাই এই স্যাটেলাইট ইন্টারনেট অফ থিংস পরিষেবা চালানোর জন্য সরকার থেকে সহায়তা পাবে।
এই ট্রায়ালের প্রধান উদ্দেশ্য হলো স্যাটেলাইট যোগাযোগ বাজারে সরবরাহ বৃদ্ধি, শিল্প পরিষেবা সক্ষমতা উন্নত করা, একটি নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা। ‘স্যাটেলাইট আইওটি’ স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে স্থল, মহাসাগর এবং আকাশে থাকা বিপুল সংখ্যক ডিভাইসগুলোকে যুক্ত করে তথ্য সংগ্রহ ও প্রেরণ পরিষেবা প্রদান করে।
এর প্রয়োগক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক মৎস্য চাষ, পরিবহণ ও লজিস্টিকস, শক্তি ও জলসম্পদ, জরুরি যোগাযোগ, লো-অল্টিটিউড অর্থনীতি এবং শিল্প ইন্টারনেট।
রেডিওটুডে নিউজ/আনাম

