চীনের জাতীয় মহাকাশ গবেষণায় এবার বড় অবদান রাখতে চলেছে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল—হংকং। ২০২৮ সালে একটি বিশেষ চন্দ্র অরবিটার উৎক্ষেপণের পরিকল্পনা করেছে অঞ্চলটি।
ভবিষ্যতে চাঁদে স্টেশন গড়তে চায় চীন। সেই স্টেশনে উল্কাপিণ্ডের আঘাত হানার ঝুঁকি মূল্যায়নের কাজ করবে হংকংয়ের পাঠানো অরবিটার।
অরবিটারটির নাম হবে ‘ইউয়েশান’, যার অর্থ ‘চাঁদের ঝলক’। হংকং বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ফর স্পেস রিসার্চের নির্বাহী পরিচালক সু মেং এই তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদে বায়ুমণ্ডল নেই। তাই বেশ উচ্চগতিতে সরাসরি পৃষ্ঠে আঘাত হানে উল্কা। এতে তীব্র আলোর ঝলক বা লুনার ট্রান্সিয়েন্ট ফেনোমেনা দেখা যায়। ভবিষ্যতে চাঁদে যে গবেষণা কেন্দ্র বা বসতি গড়ার পরিকল্পনা চীনের রয়েছে—তাতে গুরুতর হুমকি হিসেবে দেখা দিতে পারে এসব উল্কা।
ইউয়েশান অরবিটার চাঁদের এসব আঘাত ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে। এই ডেটা ব্যবহার করে বিজ্ঞানীরা চাঁদে মানুষের নিরাপদ অবস্থান ও কর্মকাণ্ডের ঝুঁকি বিশ্লেষণ করতে পারবেন।
হংকং ইতোমধ্যে ছাং’এ–৭, ছাং’এ–৮ চন্দ্র মিশন এবং থিয়ানওয়েন–৩ নামের মঙ্গল গ্রহের নমুনা সংগ্রহ মিশনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। পাশাপাশি হংকংয়ের প্রথম মহাকাশচারী পাঠানোরও অপেক্ষাও করছে অঞ্চলটি।
রেডিওটুডে নিউজ/আনাম

