মহাকাশবিজ্ঞান নিয়ে বড় আকারের গবেষণা মিশন চালু করতে যাচ্ছে চীন। এমনটা বলা হয়েছে দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তারা এ তথ্য জানান।
এই সময়ে চীন মহাবিশ্বের উৎপত্তি, বায়ুমণ্ডলের উৎস এবং পৃথিবীর মতো অন্যান্য গ্রহ খুঁজে বের করার মতো গবেষণায় জোর দেবে। নতুন পরিকল্পনার গুরুত্বপূর্ণ মিশনগুলোর মধ্যে রয়েছে হোংমেং প্রোগ্রাম, খুয়াফু-২ স্যাটেলাইট, এবং সৌরজগতের বাইরে পৃথিবীর মতো গ্রহ খোঁজার মিশন। পাশাপাশি উন্নতমানের এক্স-রে পর্যবেক্ষণ স্যাটেলাইটও পাঠানো হবে।
চীনের বিজ্ঞান একাডেমির জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের পরিচালক ওয়াং ছি জানান, আগামী পাঁচ বছরে মহাবিশ্বের বিবর্তন, মহাকাশের আবহাওয়ার গঠন এবং ভিনগ্রহের জীবনের সম্ভাবনা বিষয়ে মৌলিক বৈজ্ঞানিক সাফল্য পাওয়ার লক্ষ্য রয়েছে চীনের।
২০১১ সালে চীন তাদের কৌশলগত মহাকাশ বিজ্ঞান কর্মসূচি শুরু করে। তখন থেকে এখন পর্যন্ত ডার্ক ম্যাটার অনুসন্ধানকারী স্যাটেলাইট, কোয়ান্টাম পরীক্ষা, এক্স-রে টেলিস্কোপ, আইনস্টাইন প্রোবসহ বেশকটি বৈজ্ঞানিক স্যাটেলাইট পাঠিয়েছে চীন।
রেডিওটুডে নিউজ/আনাম

