চীনের ছাং’এ-৬ মিশন চাঁদের দূর প্রান্তের পৃষ্ঠ থেকে যে মাটি এনেছিল, সেই মাটির অস্বাভাবিক আঠালো ও দলা বাঁধার বৈশিষ্ট্যের রহস্য উদঘাটন করেছেন চীনা বিজ্ঞানীরা।
চীনের বিজ্ঞান একাডেমির অধীনে ভূতত্ত্ব ও ভূ-ভৌত গবেষণা ইনস্টিটিউটের নেতৃত্বে করা গবেষণাটি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা ফানেল পরীক্ষা ও ড্রাম পরীক্ষার মাধ্যমে মাটির ‘অ্যাঙ্গেল অব রিপোজ’ বা ঢালের কোণ পরিমাপ করেন। এতে দেখা যায়, ছাং’এ-৬ এর মাটি আঠালো ও দলাবাঁধা ঘরানার।
গবেষকরা জানান, এই আঠালোভাবের মূল কারণ মাটির গঠন। চাঁদের নিকট পৃষ্ঠের মাটি তুলনামূলক বালুর মতো, কিন্তু অদূর পৃষ্ঠের মাটি অনেক বেশি সূক্ষ্ম, যা অনেকটা ময়দার মতো। তাই ওটা সহজে দলা বাঁধে।
গবেষকরা জানান, চাঁদের দূর প্রান্তটি বেশি মাত্রায় উল্কাপিণ্ড ও চার্জযুক্ত কণার আঘাত পেয়েছে। পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সুরক্ষা না থাকায় সেখানে কণাগুলো ভেঙে, গলে, মিশে গিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও দলাযুক্ত মাটি তৈরি করে।
রেডিওটুডে নিউজ/আনাম

