নির্বাচনের আগে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

নির্বাচনের আগে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০, ২৭ নভেম্বর ২০২৫

Google News
নির্বাচনের আগে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া ব্যাংকারদের বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার জারি করা এ সংক্রান্ত সার্কুলার দেশের সব ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে নির্বাচন পর্যন্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের