ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনও যদি আপনারা না বোঝেন, তাহলে সেই ইতিহাস শুনতে হবে। ‘শেখ হাসিনা পালায় না’– বললেও পাক করে ভাত খেয়ে যেতে পারেন নাই। আপনারা যদি জনগণের অবস্থা না বোঝেন; নির্বাচন নিয়ে টালবাহানা করেন; দেশের মানুষ আপনাদেরও বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে ছাড়বে। গতকাল মঙ্গলবার বরিশাল নগরের বেলস পার্ক মাঠে ৮ দলের বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে চরমোনাই পীর বলেন, বড় আশা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা চব্বিশের আন্দোলনে রাস্তায় নেমেছিলাম। চাঁদাবাজ-দখলবাজদের জন্য রাস্তায় নামি নাই। মানুষ খুন হবে– এটা দেখার জন্য রাস্তায় নামি নাই। যারা ক্ষমতাপ্রেমিক; যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে; টাকা পাচার করেছে; চোরের (দুর্নীতি) দিক থেকে বারবার ফার্স্ট হয়েছে; সমাবেশ থেকে মেসেজ দিতে চাই– তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলামী হুকুমত কায়েম হলে দেশের মানুষ শান্তিতে বাস করবে।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা ৮ দল ঐক্যবদ্ধ হয়েছি।
আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির আজাদ, জেষ্ঠ যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, খেলাফত মজলিসের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী প্রমুখ।
রেডিওটুডে নিউজ/আনাম

