ভারতে পাচারের পথে ২ কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ আটক ২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভারতে পাচারের পথে ২ কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ আটক ২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৬, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
ভারতে পাচারের পথে ২ কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ আটক ২

রাজধানী ঢাকা থেকে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারত পাচারের পথে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানায়, আটকরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। এই খবরের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় তাদের তল্লাশি চালায় বিজিবি। এসময় তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয় এসব স্বর্ণের বার ঢাকার তাঁতীবাজারের চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল আটককৃতরা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ জানান, উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের