সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে বাড়িতে এসে পড়লো গুলি

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে বাড়িতে এসে পড়লো গুলি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৮, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৪০, ৯ ডিসেম্বর ২০২৫

Google News
সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে বাড়িতে এসে পড়লো গুলি

কয়েকদিন বন্ধ থাকার পর টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে টেকনাফসহ সীমান্তবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ গ্রামের একটি বাড়িতে এসে পড়েছে গুলি।

টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ গ্রামের মৃত হাজি মোজাহার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েন বলে জানিয়েছেন মৃত হাজি মোজাহার আহমেদের ছেলে শাহ  আলম।

শাহ আলম জানান, দুপুরে হঠাৎ হোয়াইক্যং তেচ্ছি ব্রিজের ওপারে মিয়ানমার সীমান্তে প্রায় ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। পরে গোলাগুলির শব্দ থেমে গেলে দুপুর ২টার দিকে ঘরের টিনের ছিদ্র দেখতে পান। এরপর বাড়ির ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, মঙ্গলবার দুপুরের দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পূর্ব দিকে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এপারের বসতবাড়িতে পড়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী কেউ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের