ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ আজ

সোমবার,

২০ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

সোমবার,

২০ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

Radio Today News

ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ আজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৪৪, ৮ আগস্ট ২০২১

Google News
ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ আজ

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) জারিকৃত বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ রোববার সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি ব্যাংকের সাথে তাল মিলিয়ে বন্ধ রয়েছে শেয়ার বাজার ও বীমা প্রতিষ্ঠান। 

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, "আগামী সপ্তাহে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটির সাথে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।"

এদিকে ব্যাংকের সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। 

এর আগে বৃহস্পতিবার সকালে চলমান লকডাউনের সময়সীমা আরো পাঁচ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই ব্যাংক লেনদেনের সময় আধাঘণ্টা বাড়িয়ে নতুন সার্কুলার দেয় কেন্দ্রীয় ব্যাংক।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের