আজ ব্যাংক ও শেয়ারবাজার চালু থাকবে

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আজ ব্যাংক ও শেয়ারবাজার চালু থাকবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৪, ৯ আগস্ট ২০২১

Google News
আজ ব্যাংক ও শেয়ারবাজার চালু থাকবে

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার (৯ আগস্ট) থেকে সকাল ১০টা থেকে সারা দেশে যথারীতি ব্যাংক লেনদেন শুরু হবে। চলবে বিকেল ৩টা পর্যন্ত। এরআগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মোতাবেক গতকাল রোববার (৮ আগস্ট) সারা দেশের ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। তবে সোমবার থেকে পুঁজিবাজারেও যথারীতি লেনদেন চালু থাকবে।

সোমবার থেকে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হবে। তার আগের ও পরের ওপেনিং এবং ক্লোজিং সেশনও থাকবে। সর্বশেষ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ব্যাংক ও পুঁজিবাজারে মতো বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসও আজ সোমবার থেকে খোলা থাকবে।

এরআগে গত বৃহস্পতিবার সপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের পাশাপাশি রোববার ব্যাংক বন্ধ রাখা সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল- করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকা‌লে সীমিত পরিসরে চলবে ব্যাংক।

রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের