মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৩০ মার্চ ২০২৩

Google News
আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম। বৃহস্পতিবার (৩০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দর কমেছে। এ নিয়ে পাঁচ কার্যদিবস পর খাদ্যশস্যটির মূল্য হ্রাস পেল।|

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রাশিয়া থেকে বিশ্ববাজারে গমের সরবরাহ কমতে পারে। ফলে লোকসান সীমিত হয়েছে। এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৭ ডলার ০৪ সেন্টে।

আগামী জুলাই থেকে তাদের রপ্তানি টার্মিনালে দেশের শস্য আর নেবে না বলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কারগিল জানিয়েছে। এদিকে, রাশিয়ার খাদ্যপণ্য রপ্তানিও ব্যাহত হতে পারে। কারণ, গম বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে পারে দেশটি। কিন্তু দীর্ঘমেয়াদে তা নিষিদ্ধ করার পরিকল্পনা তাদের নেই।

তবে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বেড়েছে। চলতি মার্চে এখন পর্যন্ত ৫ দশমিক ১ মিলিয়ন টন ভোগ্যপণ্য বিক্রি করেছে দেশটি। ২০২২ সালের একই মাসে যা ছিল ১ দশমিক ৪ মিলিয়ন টন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের