শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাজেট নিয়ে সংসদে আলোচনা চলবে ৪০ ঘণ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১০, ১ জুন ২০২৩

Google News
বাজেট নিয়ে সংসদে আলোচনা চলবে ৪০ ঘণ্টা

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। বুধবার (৩১ মে) সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সময় বরাদ্দের সিদ্ধান্ত হয়। তবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চাইলে আলোচনার সময় বাড়াতে পারবেন।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ৩টায় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই বাজেটের আকার ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। রাজস্ব আদায় বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ,আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের দেওয়া বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে থাকছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের সঙ্গে জাতীয় নির্বাচনের মাস ছয়েক আগে বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটও হতে যাচ্ছে এটি। এবারেরটি নিয়ে মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন।  অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। এরপর বাজেট পাস হবে। অন্যবার মাসের একবারে শেষ দিকে বাজেট পাস হলেও কোরবানির ঈদের কারণে এবার তা এগিয়ে আসছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ৪ জুন থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৪০ ঘণ্টা বাজেটের উপর সাধারণ আলোচনা হবে। ২৫ জুন অর্থবিল ২০২৩ পাস হবে। পরদিন ২৬ জুন বাজেট পাস হবে। বাজেট উপস্থাপনের পর থেকে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। বাজেট পাসের পর কোরবানির ঈদের জন্য অধিবেশন মুলতবি হবে। ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে। সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে অধিবেশন শেষ হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের