রোববার,

২৭ অক্টোবর ২০২৪,

১২ কার্তিক ১৪৩১

রোববার,

২৭ অক্টোবর ২০২৪,

১২ কার্তিক ১৪৩১

Radio Today News

ঈদের আগের দিন পশুর হাট সংলগ্ন ব্যাংক খোলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৬, ১১ জুন ২০২৪

Google News
ঈদের আগের দিন পশুর হাট সংলগ্ন ব্যাংক খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নাটোরের সিংড়া পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা ঈদের আগের দিন ১৬ জুন পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে সকাল ১০ থেকে এসব শাখার ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিংড়া পৌরসভা, নাটোরের কোরবানির পশুর হাটের স্থায়ী ও অস্থায়ী হাটের নিকটবর্তী ব্যাংক শাখা/উপশাখা স্ব স্ব বিবেচনায় নির্বাচন করে উক্ত শাখা, উপশাখাসমূহে বিশেষ ব্যবস্থায় ১৪ জুন থেকে থেকে ঈদ-উল-আজহার আগের দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের