শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

শাবিপ্রবি ভিসি আন্দোলন: আমরণ অনশনে অসুস্থ ১১ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৩, ২২ জানুয়ারি ২০২২

আপডেট: ০৩:০২, ২২ জানুয়ারি ২০২২

Google News
শাবিপ্রবি ভিসি আন্দোলন: আমরণ অনশনে অসুস্থ ১১ শিক্ষার্থী

স্যালাইন নিচ্ছে অসুস্থ শিক্ষার্থীরা, দেখে মনে হতে পারে কোনো অস্থায়ী মেডিকেল ক্যাম্প (ছবি-রেডিও টুডে)

তৃতীয় দিনের মতো অনশন পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ায় উৎকণ্ঠা বাড়ছে।

এরই মধ্যে ১১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেককে ক্যাম্পাসে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।

আমরণ অনশনেও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের সেবা দিতে অনশনস্থলেই রয়েছে একটি মেডিকেল টিম। ডাক্তাররা জানিয়েছেন, অনশনে থাকার কারনে দূর্বল হয়ে হয়ে গুরুতর অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। 

দুপুরের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। তারা দু’দিনের জন্য অনশন ভাঙ্গার অনুরোধ করলে শিক্ষার্থীরা মানেনি। 

এদিকে, অনশনরত শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদকে অপসারন করতে রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের