বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

ছয় দিনে ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেলো `পাঠান`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০৬:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৩

ছয় দিনে ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেলো `পাঠান`

সংগৃহীত ছবি

শাহরুখ খানের সিনেমা 'পাঠান' মুক্তির পর থেকেই প্রতিদিন ১০০ কোটি করে আয় হয়েছে। বক্স অফিসে যেনো রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। ছবিটির আয় মুক্তির ষষ্ঠ দিনে গিয়ে দাঁড়িয়েছে ৬০০ কোটি রুপিতে। এভাবে চলতে থাকলে এই সপ্তাহ শেষেই হাজার কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে।

ভারতীয় চলচ্চিত্র সমালোচক রমেশ বালা মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে টুইটে জানান, প্রথম ছয় দিনে ‘পাঠান’ বিশ্বব্যাপী ৬০০ কোটি কামিয়েছে। শুধুমাত্র ভারত থেকে ‘পাঠান’- সোমবার আয় করেছে ২৫ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনেই 'বয়কট পাঠান'কে তুড়ি মেরে লাস্টার ছবির তকমা পেয়েছে ছবিটি।বাম্পার হিট হওয়ার পর সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম সহ ছবির কলাকুশলীরা। শাহরুখ খান বলেন, ‘আপনাদের সকলকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।'

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের