আরব সাগরে সৌদি জোটের নৌবাহিনী মোতায়েনের ঘোষণা

শনিবার,

০৩ জানুয়ারি ২০২৬,

২০ পৌষ ১৪৩২

শনিবার,

০৩ জানুয়ারি ২০২৬,

২০ পৌষ ১৪৩২

Radio Today News

আরব সাগরে সৌদি জোটের নৌবাহিনী মোতায়েনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩, ৩ জানুয়ারি ২০২৬

Google News
আরব সাগরে সৌদি জোটের নৌবাহিনী মোতায়েনের ঘোষণা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে শুক্রবার (২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে তারা।

যদিও তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আল-খাসাতে সরকারি বাহিনী ৩৭ নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে। যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি।

এরআগে শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আল-খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের