শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ১৮ অক্টোবর ২০২১

Google News
অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

ফাইল ছবি

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৪তম আসর। আর এই আসরেই বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

সব ঠিক থাকলে এ সপ্তাহেই অস্কার কর্তৃপক্ষের কাছে অনলাইনে সিনেমাটি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অস্কার সাবমিশন কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।

অস্কারে বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতে অংশ নেয়ার সর্বশেষ তারিখ ছিল ১৫ অক্টোবর। তবে এবছর দেশের মাত্র একটি সিনেমা জমা পড়ে সাবমিশন কমিটির কাছে। তা হলো ‘রেহানা মরিয়ম নূর’।

অস্কারে অংশ নিতে হলে সিনেমাটি অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হয়। কিন্তু ‘রেহানা মরিয়ম নূর’ এখনও প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় নির্বাহী প্রযোজক এহসানুল হক জানিয়েছেন, আগামী নভেম্বরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, অস্কারের এই আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ মার্চ। তবে এর আগে ধাপে ধাপে মনোনয়নপ্রাপ্ত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা অস্কারে মনোনয়ন পায়নি।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের