মঙ্গলবার,

০৯ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

০৯ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

জেঠু মার্কা কিছু লোকজন বলে, আমার বয়স হয়ে গেছে: স্বস্তিকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
জেঠু মার্কা কিছু লোকজন বলে, আমার বয়স হয়ে গেছে: স্বস্তিকা

বিভিন্ন সময় বিভিন্ন লুকে হাজির হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যার কারণে প্রায়ই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কিছু কিছু সময় বিষয়টি উপভোগ করে নীরবতা পালন করলেও হঠাৎই মাঝেমধ্যে তাদেরকে তোপ দাগেন স্বস্তিকা। এবারও তার ব্যতিক্রম হলো না।

গতকাল রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছিলেন, ‘৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট। জেঠু মার্কা কিছু লোকজন এসে আমাকে বলে, আমার বয়স হয়ে গেছে। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও তো নির্লজ্জই থাকবে। মহা ঝামেলা তো।

এরপর অভিনেত্রী আরো লেখেন, ‘কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমাকে জোকার বলল। আমি আজকাল এদের ট্রলকারী বলে সম্মান দিতে চাই না। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না।

মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’

এবার আবার অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে উপযুক্ত জবাব দিলেন স্বস্তিকা। স্বস্তিকার একটি ছবিতে ধর্মেন্দ্র মন্ডল নামে জনৈক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ‘অনেক বয়স হয়ে গেছে, এবারে অন্তত ভগবানের সংকীর্তন করো, ভগবানকে কৈফিয়ত দিতে মুশকিল হয়ে যাবে, তিনি সবই দেখতে পাচ্ছেন, ভালো কাজ, খারাপ কাজ, একটু ভালো কাজ করে যান, দেখবেন শান্তি পাবেন।’

জনৈক ওই ব্যক্তির কমেন্টের জবাবে একটি পোস্ট করেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, ‘এই যে ধর্মেন্দ্র বাবু।

আমাকে অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দ্য ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। আর বেশি সময় নেই। ৪০ হয়ে গেছে মানেই তো নারীদের ডাক এসে গেছে ওপার থেকে। কিন্তু দেখুন ওনার খাতায় আমার অলরেডি টাইম, কিন্তু এই শেষের সময়ও আমি কিসের শান্তি পাব সেটা এই ধর্মেন্দ্র বাবু ডিসাইড করে দেবেন।’

স্বস্তিকা লেখেন, ‘ওনার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভগবানই ওনাকে পাঠিয়েছেন। ভাইলোক কাল যদি পটকে যাই এনাকে ধরবেন। ইনি আমার মৃত্যুর জন্য ভগবানের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। (হাসির ইমোজি)।’ 

স্বস্তিকার কমেন্ট বক্সে অনুরাগীরা কমেন্ট করে জানিয়েছেন, সত্যি এই সব কমেন্ট হলো এন্টারটেইনমেন্ট। মজা লাগে দেখতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের