শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

‘ফারাজ’ এর আগেই ‘শনিবার বিকেল’ মুক্তির ব্যবস্থা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৮, ২২ জানুয়ারি ২০২৩

Google News
‘ফারাজ’ এর আগেই ‘শনিবার বিকেল’ মুক্তির ব্যবস্থা

প্রায় চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে দেশে মুক্তির অনুমতি পেতে যাচ্ছে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।

শনিবার (২১ জানুয়ারি) সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানির পর এমন আশাবাদই ব্যক্ত করলেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, ‘আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

যদিও সেন্সর বোর্ডের তরফে এখনও ছাড়পত্র মেলেনি কিংবা পাননি আনুষ্ঠানিক কোনো চিঠি। তবে নির্মাতা বলছেন,‘সেন্সর বোর্ড থেকে হয়তো ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না।’

জঙ্গি হামলার একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ নামের একটি ছবি। এটি নির্মাণ করেছেন হংসল মেহতা। ছবিটি ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে বদ্ধপরিকর ফারুকী। আগেও এ বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এর এই নির্মাতা।

শনিবারে আপিল কমিটির শুনানিরও পরেও ‘ফারাজ’ এর আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী লিখেছেন,‘আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন, যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ফারাজের সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের