
শাকিব খানের `শেরখান` ছবির পরিচালক ছিলেন সানী সানোয়ার
ঘোষণা দেয়ার পরও শাকিব খানের সিনেমার শ্যুটিং করা হচ্ছে না। সেই তালিকায় যুক্ত হয়েছে সানি সানোয়ারের ঘোষণা দেওয়া 'শেরখান' সিনেমাটিও। জানা গেছে ‘প্রেমিকে’র মতো শাকিবের ‘শের খান’ ছবিটিও হচ্ছে না। একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে দিয়েছে এমন খবর।
জানা গিয়েছিল, ২০২৩ সালের মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল ‘শের খান’-এর শুটিং। ছবি শেষ করা হবে টানা শুটিং করে। এরপর নতুন বছরের একটি বড় উৎসব বেছে নিয়ে ছবিটি মুক্তি দেওয়া হবে। তবে সূত্রের তথ্যানুযায়ী, নানা কারণে ‘শের খানের’ ছবির শুটিং মার্চ মাসে করা সম্ভব হচ্ছে না। কবে শুরু হবে সেই বিষয়েও চূড়ান্ত তারিখ জানা নাই কারও।
এদিকে এই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, 'শের খান' আপাতত হচ্ছে না। এ বছরের শেষ দিকে সিনেমাটির শুট্যিং শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। তবে কী কারণে এখন সিনেমাটি এখন হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি।
'শের খান’ ছবিটি নির্মাণের দায়িত্বে থাকার কথা ছিল সানী সানোয়ারের। ছবির গল্প ও চিত্রনাট্যও ছিল তার।
রেডিওটুডে নিউজ/এসবি