
শ্যাম বেনেগাল
ভারতীয় বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল। জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালকের দুটো কিডনি অকেজো হয়ে পড়েছে। ৮৮ বছর বয়সী নির্মাতা অসুস্থতার কারণে শয্যাশায়ী। শরীর এতোটাই খারাপ যে ডায়ালিসিসের জন্য হাসপাতালেও যেতে পারছেন না। তার বাড়িতে চলছে চিকিৎসা।
শ্যাম বেনেগালের ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে জানান, গত কয়েক মাস ধরেই তার শরীর একদম ভালো যাচ্ছে না। আপাতত নিজ বাড়িতে শয্যাশায়ী এই বর্ষীয়ান পরিচালক। বার্ধক্যজনিত নানা সমস্যার সঙ্গে কিডনি অকেজো হয়ে পড়ায় গত কয়েক দিনে বেনেগালের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে। বাড়ির ভেতরে তার অফিস, গত কয়েক দিন সেখানেও যেতে পারছেন না পরিচালক।
নিজের বয়স বাড়লেও সিনেমা নিয়ে তার ভালোবাসায় ছেদ পড়েনি বিন্দুমাত্র। এতো অসুস্থতার মধ্যেও নিজের চলতি প্রোজেক্ট ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ নিয়েই চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছেন পরিচালক।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের পরিচালক এই বেনেগাল। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তরুণী শেখ হাসিনা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়ার। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
রেডিওটুডে নিউজ/এসবি