রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

ঈদ উপলক্ষে অনুরূপ আইচের এক ডজন গান

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ৮ এপ্রিল ২০২৩

Google News
ঈদ উপলক্ষে অনুরূপ আইচের এক ডজন গান

এই রমজানে গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা ছয়টি গান প্রকাশ পেতে যাচ্ছে। গানগুলো গেয়েছেন- এফ এ সুমন, মুহিন খান, খালেদ মুন্না, অভি ও প্রীতম।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, গত চার বছর ধরে সারাবছর ইসলামি গান প্রকাশ করার নিয়তে কাজ করছি। তারই ধারাবাহিকতায় রমজানে আমার এ কয়টি হামদ ও নাত প্রকাশ পাবে। আশাকরি, এগুলো ভালো সবার হৃদয়ে প্রশান্তি এনে দেবে।

ইসলামি গানের পাশাপাশি ঈদ উপলক্ষে এই লেখকের একাধিক গান প্রকাশ পাবে। গানগুলো গেয়েছেন সৈয়দ আশিকুর রহমান, খন্দকার বাপ্পি,এস রুহুল ও সোহাগ। রোমান্টিক, বিরহ ও ফোক ঘরনার গানগুলোর নির্মান কাজ চলছে। অন্যদিকে ড্যান্সার নিলয় খান সাগরের নাচের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে 'প্রেমের গেন্দাফুল' নামের একটা মজার গান। এই গানটি লেখার পাশাপাশি সুর করেছেন অনুরূপ আইচ। তার লেখা 'মেয়ে' শিরোনামের টেলিফিল্ম প্রচার হবে এনটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। এটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী।

এর মাধ্যমে বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী রিচি সোলায়মান। এতে আরও অভিনয় করেছে করভী মিজান, জাহিদ হোসেন শোভন, বাপ্পী আশরাফ, আবু হুরায়রা তানভীর, নাবিলা ইসলাম প্রমুখ।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের