
সালমান খান ও শাহরুখ খান
বহু জটিলতার পর বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি ‘পাঠান’। গত ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় পাঠান সিনেমাটি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির কারণে ভারতীয় ছবি আমদানির অনুমতি দেয় সরকার। এখনো দেশের অনেক হলে সিনেমাটি চলছে। ইতোমধ্যে মুক্তির তৃতীয় সপ্তাহ চলমান।
পাঠানের পর এবার বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সালমান খানের সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছিল। তথ্য মন্ত্রণালয় (বুধবার) সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে ভারতে যাবে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমাটি। ব্যাপক আলোচনা-সমালোচনার পর সাফটা চুক্তির আওতায় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আর আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে।
ফরহাদ সামঝি পরিচালিত সালমান খানের সিনেমাটি গত ২১ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর ভারত থেকে শত কোটি রুপির বেশি আয় করেছে।সিনেমায় সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, জাগপতি বাবু প্রমুখ সিনেমাতে অভিনয় করেছে।
রেডিওটুডে নিউজ/এসবি