
জনপ্রিয় অভিনেত্রী গ্ল্যান্ডা জ্যাকসন পাড়ি জমালেন না ফেরার দেশে
বেশ কিছুদিন ধরেই অস্কারজয়ী ব্রিটিশ এই অভিনেত্রী অসুস্থতায় ভুগছিলেন। লন্ডনের নিজ বাসভবনেই বৃহস্পতিবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
গ্ল্যান্ডা অভিনীত 'দ্য গ্রেট এস্কেপার' সিনেমাটির শুটিং সম্পূর্ণ করেন। সিনেমাটি শীঘ্রই মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু সেটি দেখে যাওয়ার সৌভাগ্য হলো না এই অভিনেত্রীর।
গ্ল্যান্ডা পর্দা এবং মঞ্চে দীর্ঘদিন অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও তিনি ছিলেন একজন রাজনীতিবিদ।
উত্তর-পশ্চিম ইংল্যান্ড এর বীরখেনহেড এ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। অভিনয়গুনে তিনি ১৯৬০ থেকে ১৯৭০ সালে ব্রিটিশ অভিনয় শিল্পীদের মধ্যে বেশ সুপরিচিতি লাভ করেন। এছাড়াও ১৯৯২ সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছিলেন তিনি। ২৩ বছর লেবার পার্টির একজন আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
উইলিয়াম শেক্সপিয়ারের নাটক 'কিং লায়ার' এ তার অভিনয় ছিল সবাইকে মুগ্ধ করার মত। এবং এই নাটকটিতে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়াও ২০১৯ সালে 'এলিজাবেথ ইস মিসিং' এ ৩০ বছর পর দেখা গিয়েছিল ব্রিটিশ এই অভিনেত্রীকে।
এস আর