শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

`সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ৪ নভেম্বর ২০২৩

Google News
`সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে`

সংগৃহিত ছবি

গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর ফেসবুক থেকে আজ শনিবার সকাল থেকে দেওয়া এক স্ট্যাটাস নিয়ে চলছে তুলকালাম। স্ট্যাটাসে দাবি করা হয় তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শবনম বুবলী। আরও লেখা হয়, অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছেন বুবলী। এবার প্রতিক্রিয়া জানালেন অপু।

বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অপু বলেন, "যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।"

মুন্নীর ফেসবুক থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয়, "তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!"

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের