শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইরফান সাজ্জাদের ইংরেজীতে বিরক্ত চমক!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১১, ২১ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:১২, ২১ নভেম্বর ২০২১

Google News
ইরফান সাজ্জাদের ইংরেজীতে বিরক্ত চমক!

ফাইল ছবি

ইরফান সাজ্জাদ ইংরেজীতে কথা বলার রোগে ভুগছে। তার সাথে কেই ইংরেজীতে কথা না বললে সে উত্তেজিত হয়ে যায়। বিষয়টি মারামারির পর্যায়ে ঠেকে। বাসার কাজের বুয়া, দারোয়ান, ভাড়াটিয়া তার এই কর্মকান্ডে অতীষ্ট।

তার ইংরেজী বলার ধরণ ও শব্দ-দুটোই হাস্যকর। লোকে তাকে পাগল ভাবতে শুরু করে। এদিকে বাসার নতুন ভাড়াটিয়া চমক ও তার বাবা। বাংলায় স্নাতক পড়া চমককে সবাই ইরফানের এই ইংরেজী বলা সম্পর্কে জানায়। ইরফানের ভুল ইংরেজী শুনে বিরক্ত হয় চমক। এই বিরক্তি বাড়তে থাকে। তারা এই পাগলের বাড়িতে আর থাকতে চায় না। এদিকে ইরফানের মা চমককে পছন্দও করে ফেলেছে। এখন কি করবে ইরফান?

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইংলিশ রানা’। মেহেদী হাসান রানার গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন নয়ন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, চমক, এম শফি, রকি খান, শিখা মৌ, পামির এবং আরও অনেকে। আরটিভির প্রযোজনায় নাটকটির চিত্রগ্রহণ করেছেন মীর হান্নান। প্রধান সহকারি পরিচালক ছিলেন সাকিব মাহমুদ শাওন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সাইফুল হক, আবহ সঙ্গীত করেছেন সিজু।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ইংলিশ রানা আরটিভিতে প্রচারিত হবে।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের