শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

শাহরুখ এখন বিলিয়নেয়ার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০০, ২ অক্টোবর ২০২৫

Google News
শাহরুখ এখন বিলিয়নেয়ার 

“আমরা সবাই জীবনে কোনো না কোনোভাবে ‘জিরো’ থেকে শুরু করি। কিন্তু স্বপ্ন, পরিশ্রম আর বিশ্বাসই মানুষকে ‘হিরো’ বানায়।” এভাবে বহুবার বলেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাঁর এই উক্তি যেন নিজের জীবনকাহিনিকেই প্রতিফলিত করে। সম্প্রতি তিনি প্রথমবারের মতো পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর এখন সম্পদের অঙ্কে প্রমাণ করলেন, তিনি শুধু রুপালি পর্দার নায়ক নন; ব্যবসার মঞ্চেও তিনি ‘কিং খান’।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় এক নম্বরে উঠে আসা শাহরুখ খান এবার নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ‘বিলিয়নেয়ার ক্লাব’-এ। দিল্লির সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মুম্বাইতে প্রথমে পেয়েছিলেন টেলিভিশনের ছোট চরিত্র। তারপর ধীরে ধীরে সিনেমার নায়ক। আর আজ ১২ হাজার ৪৯০ কোটি টাকার মালিকানা নিয়ে বিশ্বের ধনীদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে আছেন। এই পথচলা কেবল সিনেমার সাফল্যে গড়া নয়। এটি তিনি গড়েছেন দৃঢ়তা, ঝুঁকি নেওয়ার সাহস এবং বুদ্ধিমত্তার মিশ্রণে।

‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’ বলছে শুধু ভারতে নয়, সম্পদের অঙ্কে শাহরুখ খান ছাড়িয়ে গেছেন কয়েকজন আন্তর্জাতিক তারকাকেও। তাদের মধ্যে রয়েছেন আমেরিকান গায়িকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার)।

তালিকায় আছেন সেলেনা গোমেজ ও কৌতুক অভিনেতা জেরি সিনফেল্ডও। ভারতীয় অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন জুহি চাওলা, যার সম্পত্তির পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে হৃতিক রোশন (২ হাজার ১৬০ কোটি), চতুর্থ স্থানে করণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। শাহরুখ শুধু অভিনয় করেননি, নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বানিয়েছেন। যে সংস্থা দিয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রইস’, ‘পাঠান’-এর মতো বক্স অফিস হিট সিনেমা। প্রযোজনার পাশাপাশি তিনি সাহসী বিনিয়োগ করেছেন খেলাধুলায়ও। কলকাতা নাইট রাইডার্স আজ শুধুই একটি আইপিএল দল নয়; বরং একটি ব্র্যান্ড। আর এ থেকেই আসে কোটি কোটি টাকার আয়। এ ছাড়া বিশ্বের বড় বড় ব্র্যান্ড শাহরুখকে মুখপাত্র হিসেবে চেয়েছে। বিজ্ঞাপন জগতে তাঁর আবেদনও সমান অটুট।

শাহরুখ খান শুধু অর্থের অঙ্কে বড় নন, ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান অটল। মুম্বাইয়ে তাঁর বাড়ি মান্নাতের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকে হাজারো ভক্ত। কেউ ফুল দেয়, কেউ ছবি তোলে, কেউ শুধু একঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে। সম্পদে বেড়ে ওঠা তারকা হয়তো আরও অনেক আছেন, কিন্তু ভক্তদের এই অটুট টান শাহরুখকে আলাদা করে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের