
এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ে করতে পারেন অভিনেত্রী। এমন কথাই ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তবে কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর, তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা।
একটি সূত্র জানায়, প্রেমিক লেখক রাহুল মোদিকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা। বেশ কিছু দিন ধরেই রাহুলের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর পাওয়া যাচ্ছে। দুজনকে একসঙ্গে একাধিকবার বিমানে ভ্রমণ করতেও দেখা গেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানান ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা কাপুর।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রীর খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল মোদি। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতেও দেখা যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে— ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল।
রেডিওটুডে নিউজ/আনাম