
চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কর্পোরেশন রোসাটমের সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে ইরান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।
রোসাটম এই প্রকল্পটিকে 'কৌশলগত' বলে বর্ণনা করেছে। গত বুধবার মস্কোতে অ্যাটম এক্সপো-২০২৫ প্রদর্শনীতে এ চুক্তি সই হয়।
ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে ২০২৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির তথাকথিত 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। এর মধ্য দিয়ে তেহরানের ওপর পূর্বের নিষেধাজ্ঞা বহাল হবে।
মস্কোর জাতিসংঘের দূত বলেছেন, রাশিয়া স্ন্যাপব্যাক পদ্ধতিকে অবৈধ বলে মনে করছে। এটির কোনো আইনি ভিত্তি নেই।
আইআরএনএ জানিয়েছে, জেনারেশন ৩ প্ল্যান্টগুলো দক্ষিণ-পূর্ব হরমোজগান প্রদেশের সিরিক অঞ্চলে ৫০০ হেক্টর জমিতে নির্মিত হবে। এখানে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
রোসাটম প্রধান আলেক্সি লিখাচেভ এবং ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির মধ্যে এই চুক্তি সইয়ের পর কর্মকর্তারা বলছেন, এটি শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার প্রতি দুই দেশের প্রতিশ্রুতির প্রতিফলন।
শুক্রবার এক বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামি রুশ সংবাদমাধ্যম আরটিকে বলেন, বিদেশি চাপ নির্বিশেষে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।
সর্বোচ্চ চাহিদার সময় মাঝে মধ্যে বিদ্যুতের ঘাটতিতে ভোগা ইরান বর্তমানে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি মাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে। রাশিয়ার তৈরি এই বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা ১ গিগাওয়াট।
মস্কোর তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেশটি জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে।
ইসরায়েল দাবি করেছিল, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে। কিন্তু তেহরান বলেছে, তাদের কখনো এমন উদ্দেশ্য ছিল না।
রেডিওটুডে নিউজ/আনাম