
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ)-এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে তেহরান। ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য পদক্ষেপের প্রতিক্রিয়ায় শুক্রবার এই কঠোর হুঁশিয়ারি দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে 'স্ন্যাপব্যাক মেকানিজম' (জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া) চালু করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্ররোচিত এবং আইনি ভিত্তিহীন। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ ইউরোপের আন্তর্জাতিক ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি করবে।
আরাঘচি আরও উল্লেখ করেন, ইরান তার সার্বভৌমত্ব, অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করবে না। সেপ্টেম্বরের শুরুতে মিশরের মধ্যস্থতায় আইএইএ-এর সঙ্গে যে নতুন সমঝোতা হয়েছিল, তা কেবল তখনই বহাল থাকবে যদি ইরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ না নেওয়া হয়।
তিনি জানান, ইরান সবসময় সংযম দেখিয়েছে এবং পারমাণবিক প্রযুক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করছে। তবে ইউরোপ যদি এই সুযোগ নষ্ট করে, তবে তা পশ্চিম এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
এদিকে, ইউরোপীয় দেশগুলোর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে চীন। বেইজিং জানিয়েছে, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথে সম্ভব। তাদের মতে, স্ন্যাপব্যাক প্রক্রিয়া কোনোভাবেই আস্থা পুনর্গঠনে সহায়ক হবে না।
রেডিওটুডে নিউজ/আনাম