রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

Radio Today News

তাহসানের অবসরের গুঞ্জনের মাঝেই ফেসবুকে মিথিলার পোস্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
তাহসানের অবসরের গুঞ্জনের মাঝেই ফেসবুকে মিথিলার পোস্ট

শোবিজের একসময়ের আলোচিত যুগল তাহসান ও মিথিলার সম্পর্কের যবনিকা বহু আগেই ঘটে গেছে। বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি। কোনো ঘটনা ঘটলেই আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি।

সাম্প্রতিক সময়ে সংগীত জগত থেকে তাহসানের অবসরের ইঙ্গিত চাউর হতেই অনেকে নজর রাখছেন মিথিলার ওয়ালে- তিনি এ নিয়ে কিছু লিখেছেন কি না। যদিও বরাবরের মতো এবারও প্রাক্তনের বিষয়ে নিশ্চুপ মিথিলা। তিনি ব্যস্ত নিজেকে নিয়ে। সে বিষয়ক একটি পোস্ট দিয়েছেন।

নিজের ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ।’

এরপর লেখেন,‘লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল। তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

গেল মাসের শেষের দিকে পিএইচডি সম্পন্নের খবর প্রকাশ করেন মিথিলা। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের