রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

Radio Today News

এনসিপি-গণঅধিকার একীভূত নিয়ে মুখ খুললেন সারজিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
এনসিপি-গণঅধিকার একীভূত নিয়ে মুখ খুললেন সারজিস

গণ অধিকার পরিষদ ও এনসিপির সম্ভাব্য একীভূতকরণ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা সমমনা তরুণ প্রজন্মের রাজনৈতিক দল। তাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের মানুষ তরুণদের একসঙ্গে দেখতে চায়। রাজনৈতিক পর্যায়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, মাঠপর্যায়ের মানুষও একত্রিত হবে। আশা করি, আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে জনগণের সমর্থন অর্জন করে সংসদে প্রতিনিধিত্ব করব।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও খালিদ স্পিকস আয়োজিত জেলা পর্যায়ের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে একদিনব্যাপী বিতর্ক উৎসবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে তারা শাপলা প্রতীক দেবে না। এর মানে স্পষ্ট—চাপের মুখেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। অথচ আইনগত কোনো বাধা নেই। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কমিশনের নিরপেক্ষ থাকার কথা ছিল। কিন্তু প্রতীক বরাদ্দের মতো বিষয়ে চাপের কাছে নতি স্বীকার করলে নির্বাচনের স্বচ্ছতা শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একেবারেই অচল দল হিসেবে দাবি করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ। তারা পাচার করা অর্থ দিয়ে প্রায়ই ভাড়া করা লোকজন দিয়ে মিছিল করায়। এগুলো আওয়ামী লীগের নিজস্ব মিছিল নয়।

সারজিস আরও বলেন, আওয়ামী লীগ নাকি ৩০ বা ৫০ শতাংশ জনপ্রিয়। আসলে এমন কোনো সময়ই আওয়ামী লীগে এত মানুষ ছিল না। যদি থাকত, তবে জুলাই অভ্যুত্থানের সময় তারা মাঠে নামত।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের