
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সহসাই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। সেইসাথে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি। শীঘ্রই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। বলেও মন্তব্য করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম