রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

Radio Today News

ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার বক্তব্য ফ্যাসিবাদের দোসরদের মতো: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার বক্তব্য ফ্যাসিবাদের দোসরদের মতো: রিজভী

নীলক্ষেতে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তা ফ্যাসিবাদের দোসরদের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দৈনিক বার্তার অনলাইন এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হবে সরকারি কোনো গোপন প্রেসে। হতে পারে সেটা বিজি প্রেসে। কিন্তু যখন নীলক্ষেতের কথা আসবে তখন সন্দেহ তো জাগবেই যে নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে কিনা।

রিজভী আরও বলেন, ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার যেভাবে কথা বলেছেন এটা একদম দোসরদের মতো কথা। আওয়ামী দোসররা যেভাবে কথা বলেন তিনি সেই কথারও প্রতিধ্বনি করেছেন এই বক্তব্যর মধ্য দিয়ে। একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কাছ থেকে এটা রুচিশীল কোনো কথা হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের