রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

রোববার,

২৮ সেপ্টেম্বর ২০২৫,

১২ আশ্বিন ১৪৩২

Radio Today News

উত্তর কোরিয়ায় ২ হাজার কেজি ইউরেনিয়াম মজুদ, সতর্কবার্তা দক্ষিণ কোরিয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
উত্তর কোরিয়ায় ২ হাজার কেজি ইউরেনিয়াম মজুদ, সতর্কবার্তা দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম প্রায় ২ হাজার কেজি পর্যন্ত মজুদ রয়েছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং বলেছেন, 'গোয়েন্দা সংস্থাগুলো অনুমান করছে, পিয়ংইয়ং অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের (৯০ শতাংশেরও বেশি বিশুদ্ধ) ভাণ্ডার ২ হাজার কিলোগ্রাম পর্যন্ত হতে পারে।'

তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চারটি স্থানে সক্রিয় রয়েছে।

ডং-ইয়ং আরও বলেন, মাত্র ৫-৬ কেজি প্লুটোনিয়াম একটি একক পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এই হিসেবে ২ হাজার কেজি ইউরেনিয়াম বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। উত্তর কোরিয়ার পারমাণবিক উন্নয়ন বন্ধ করা একটি জরুরি বিষয়।

তিনি যুক্তি দেন, নিষেধাজ্ঞা এখানে কার্যকর হবে না। সমাধান হলো, পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে শীর্ষ সম্মেলন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত, তবে তার পারমাণবিক অস্ত্রাগার হাতছাড়া করবেন না।

২০০৬ সালে উত্তর কোরিয়ায় প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয়। তখন জাতিসংঘ 'নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি'র জন্য উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করে। কিন্তু উত্তর কোরিয়া কখনো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিস্তারিত প্রকাশ করেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের