প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে: শেফালী শাহ

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

Radio Today News

প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে: শেফালী শাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০৫, ৮ জানুয়ারি ২০২৬

Google News
প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে: শেফালী শাহ

লাইট–ক্যামেরা–অ্যাকশনের দুনিয়ায় তারকাদের জীবন মানেই চকচকে, পরিপাটি ও নিখুঁত-এমনটাই সাধারণত প্রকাশ্যে দেখা যায়। কিন্তু পর্দার আড়ালে বাস্তবতা যে অনেক বেশি জটিল ও বেদনাদায়ক, তা খুব কমই সামনে আসে। এবার নিজের প্রথম বিয়ে ও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী শেফালী শাহ।

শেফালী প্রথমে অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেন। কিন্তু সেই সংসারে নিজস্বতা বলতে কিছুই ছিল না তার। ফলে নিজের সুখকে প্রাধান্য দিয়ে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। পরে ২০০০ সালে পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে।

শেফালী জানান, হর্ষ ছায়ার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তই তাকে নতুন করে নিজের মূল্য বুঝতে সাহায্য করেছে।

জুম-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যখন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই এই উপলব্ধি তার মধ্যে আসে।

শেফালী বলেন, ‘কেউ আমাকে কখনো বলেনি যে তুমি নিজেই যথেষ্ট। জীবনে চলার জন্য স্বামী, বন্ধু, ভাই বা বোন না থাকলেও চলে। ভালো সম্পর্ক থাকলে তা অবশ্যই দারুণ, কিন্তু না থাকলেও সেটাই তোমার মূল্য নির্ধারণ করে না।’

নিজের প্রথম বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল-যদি আর কখনো ভালোবাসা না পাও, তবু কি তুমি ঝুঁকি নেবে? আমি বলেছিলাম, তবুও ঝুঁকি নেব। যদি সারাজীবন একা কাটাতে হয়, সেটাই মেনে নেব। এমন কোনো পরিস্থিতিতে থাকতে পারব না, যা আমাকে আনন্দ দেয় না, আত্মবিশ্বাস জোগায় না কিংবা যেখানে আমি নিজেকে মূল্যবান মনে করি না।’

অভিনেত্রী আরও বলেন, ‘নিজের মূল্য বোঝার পর আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি এবং প্রথমবারের মতো একা থাকার সিদ্ধান্ত নিই। তখনই বুঝতে পারি-আমি পিৎজা নই, সবাইকে সন্তুষ্ট করতে পারব না।’

বর্তমানে ওটিটি দুনিয়ায় শক্ত অবস্থান গড়ে তোলা শেফালী শাহ এই প্রজন্মের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নতুন করে দর্শকদের ভালোবাসা অর্জন করছেন। সূত্র: এনডিটিভি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের