শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের এই দিনে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৬:০২, ১০ নভেম্বর ২০২২

Google News
ইতিহাসের এই দিনে

সংগৃহিত ছবি

কালক্রমে রূপ নেই প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কিংবা বিশিষ্ট জনের জন্ম মৃত্যু দিন সহ আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিহাস। চলুন জেনে আসি আজকের দিনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ কিংবা কোন বিশিষ্টজনদের জন্ম মৃত্যুর দিন।

ঘটনাবলি :
১. ১৭৯৮- রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়া খেলা নিষিদ্ধ হয় ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায়।
২. ১৯১৭- শ্রমিক ও কৃষকের প্রথম সরকার গঠিত হয় রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে।
৩.১৯৬৫- মৃত্যুদণ্ডের আইন রহিত ঘোষণা করা হয় ব্রিটেনে হত্যার দায় এ।
৪. ১৯৯০- নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটিয়ে।
৫. ১৯৯০- ২ লক্ষ সেনা পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায়।

জন্ম :

১.  ১৮১৮- রাশিয়ার খ্যাতনামা উপন্যাস লেখক ইভান তুর গেনেভ।
২. ১৮৪১- সপ্তম অ্যাডওয়ার্ড ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে।
৩. ১৮৯৭- নোবেল পুরস্কার বিজয় ইংরেজ রসায়নবিদ অধ্যাপক রোনাল্ড জর্জ রেফারড নোরিশ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
৪. ১৯৩৬- দাবার বিশ্ব চ্যাম্পিয়ন মিথাইল তাল আজকের এই দিনে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেছিলেন।
৫. ১৯৭৪- ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্র দেন পিয়েরো আজকের এই দিনে জন্মগ্রহণ করেন।

মৃত্যু :

১.১৭৭৮- রুপালিয়ান ভাস্কর ও চিত্রকর গিওভানি বাটিস্টা পিরানিসে আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।
২. ১৯১৮- গিইয়ম আপালিনায়ো একজন ফরাসি কবি  আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন।
৩. ১৯৮০- উপমহাদেশের বিশিষ্ট কমিউনিস্ট নেতা পিসি যোশী আজকের এই দিনে ১৯৮০ সালের মৃত্যু বরণ করেছিলেন।
৪. ১৯৫৩- সৌদি আরবের বাদশা আব্দুল আজিজ এবং সৌদ আজকের এই দিনে ১৯৫৩ সালে মৃত্যু বরণ করেন।
৫. ২০০৮- ইন্দোনেশিয়া সংন্ত্রাসী ইমাম সমুদ্রা মৃত্যুবরন করেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের