মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

আজকের এই দিনের ইতিহাস

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ নভেম্বর ২০২২

Google News
আজকের এই দিনের ইতিহাস

সংগৃহীত ছবি

আজকের এই দিনে ঘটে গেছে ইতিহাসে কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যু দিনসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমূহ।

চলুন তাহলে জেনে আসা যাক আজকের দিনের ইতিহাস সম্পর্কে:

ঘটনাবলী

১. ১৭৯১- প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে।
২.১৮৩৭- শর্টহ্যান্ড পদ্ধতিতে প্রথম প্রকাশিত হয় আইজাক পিটম্যানের।
৩. ১৯০৪- সি জিলেট জিলেট ব্লেড প্যাটেন্ট করেন।
৪. ১৯২৬- রেডিও এম বিসির সম্প্রচার শুরু হয় ২৪ টি কেন্দ্র থেকে।
৫. ১৯১৩- আজকের এই দিনে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন।

জন্ম :

১. ১৭৩৮- জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ ও সুরকার উইলিয়াম হার্শেল।
২.১৩৯৭- আজকের এই দিনে ১৩৯৭ সালে পোপ পঞ্চম নিকোলাস জন্মগ্রহণ করেছিলেন।
৩. ১৮৬২- গেরহার্ড হপম্যান একজন জার্মানির বিশিষ্ট লেখক।
৪. ১৯২৯- আজকের এই দিনে আমেরিকান অভিনেতা প্রযোজক ও গায়ক অ্যাড আসন জন্মগ্রহণ করেছিলেন ১৯২৯ সালে।
৫. ১৯৮২- নাইজেরিয়ান ফুটবল কালু উছে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ১৯৮২ সালে।

মৃত্যু :

১. ১৬৩০- জার্মানির বিশিষ্ট নক্ষত্রভেদ জোহান্নেস ক্যাপলার আজকের এই দিনে ১৬৩০ সালে মৃত্যুবরণ করেছিলেন।
২. ১৯১৯- নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভুত সুইচ রাসায়নিক ও একাডেমিক আলফ্রেড ভের্নার।
৩. ১৯৮১- আমেরিকান অভিনেত্রী অনিড মারকেয়।
৪. ২০০৫- ফিনিশ সাংবাদিক ও লেখক ২০০৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন আরটো সাল্মীনেন।
৫. ১৯২৩- সাংবাদিক ও একাধারে সম্পাদক পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনে ১৯২৩ সালে মৃত্যুবরণ করেছিলেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের