বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের এই দিনে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১১, ১৫ মার্চ ২০২৩

Google News
ইতিহাসের এই দিনে

আজকের এই দিনে ঘটে যাওয়া কিছু ইতিহাসের ঘটনা

আজকের এই দিনে ইতিহাসে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা সমূহ সহ দেশে এবং বিদেশে বিশিষ্ট জনের জন্ম ও মৃত্যু দিন।

চলুন তাহলে জেনে আসা যাক এক নজরে আজকের দিনের ইতিহাস সম্পর্কে :

ঘটনাবলি:

১. ১৫৬৪- আজকের এই দিনে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন ১৫৬৪ সালে।

২. ১৮৪৮- আজকের এই দিনে বুদাপেস্টে হাঙ্গেরিয় বিপ্লবের সূচনা ঘটেছিল ১৮৪৮ সালে।

৩. ১৮৯২- আজকের এই দিনে ১৮৯২ সালে ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় লিভারপুলে।

৪. ১৯১৭- আজকের এই দিনে রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন ১৯১৭ সালে।

৫. ১৯৭২- বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল আজকের এই দিনে ১৯৭২ সালে।

জন্ম:

১. ১৭৮৩- আজকের এই দিনে বাঙালি লেখক দেওয়ান ও অভিধান প্রনেতা রাম কমল সেন ১৭৮৩ সালে জন্মগ্রহণ করেন।

২. ১৮৫৪- আজকের এই দিনে জার্মানির বিজ্ঞানী এমিল ফন বেরিং ১৮৫৪ সালে জন্মগ্রহণ করেন।

৩. ১৯০৪- আজকের এই দিনে অন্নদাশঙ্কর রাই ১৯০৪ সালে জন্মগ্রহণ করেন। যিনি একজন কথাসাহিত্যিক এবং কবি হিসেবে পরিচিত।

৪. ১৯৩১- প্রখ্যাত বাঙালি লেখক এবং কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী আজকের এই দিনে ১৯৭৩ সালে জন্মেছিলেন।

৫. ১৯৯৩- আজকের এই দিনে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী আলিয়া ভাট জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালে।

মৃত্যু:

১. ১৫৩৬- আজকের এই দিনে অটোমানের সুলতান ইব্রাহিম পাশা মৃত্যুবরণ করেন ১৫৩৬ সালে।

২. ১৯৩৯- বাঙালি ভ্রমণ কাহিনী লেখক এবং উপন্যাসক জলধর আজকের এই দিনে ১৯৩৯ সালে প্রয়াত হয়।

৩. ১৯৮৪- আজকে এই দিনে ১৯৮৪ সালের কালিদাস ভট্টাচার্য ত্যাগ করেন। যিনি একজন প্রখ্যাত বাঙ্গালী দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন।

৪.২০১৫- আজকের এই দিনে ভারতীয় লেখক ও সমাজকর্মী নারায়ন দেশেই মৃত্যু বারণ করেন ২০১৫ সালে।

৫. ১৯৯৭- আজকের এই দিনে ভিক্টর ভাসারেলয় প্রয়াত হন ১৯৯৭ সালে। তিনি একজন হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের