বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

ইতিহাসের এই দিনে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১১, ১৫ মার্চ ২০২৩

ইতিহাসের এই দিনে

আজকের এই দিনে ঘটে যাওয়া কিছু ইতিহাসের ঘটনা

আজকের এই দিনে ইতিহাসে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা সমূহ সহ দেশে এবং বিদেশে বিশিষ্ট জনের জন্ম ও মৃত্যু দিন।

চলুন তাহলে জেনে আসা যাক এক নজরে আজকের দিনের ইতিহাস সম্পর্কে :

ঘটনাবলি:

১. ১৫৬৪- আজকের এই দিনে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন ১৫৬৪ সালে।

২. ১৮৪৮- আজকের এই দিনে বুদাপেস্টে হাঙ্গেরিয় বিপ্লবের সূচনা ঘটেছিল ১৮৪৮ সালে।

৩. ১৮৯২- আজকের এই দিনে ১৮৯২ সালে ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় লিভারপুলে।

৪. ১৯১৭- আজকের এই দিনে রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন ১৯১৭ সালে।

৫. ১৯৭২- বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল আজকের এই দিনে ১৯৭২ সালে।

জন্ম:

১. ১৭৮৩- আজকের এই দিনে বাঙালি লেখক দেওয়ান ও অভিধান প্রনেতা রাম কমল সেন ১৭৮৩ সালে জন্মগ্রহণ করেন।

২. ১৮৫৪- আজকের এই দিনে জার্মানির বিজ্ঞানী এমিল ফন বেরিং ১৮৫৪ সালে জন্মগ্রহণ করেন।

৩. ১৯০৪- আজকের এই দিনে অন্নদাশঙ্কর রাই ১৯০৪ সালে জন্মগ্রহণ করেন। যিনি একজন কথাসাহিত্যিক এবং কবি হিসেবে পরিচিত।

৪. ১৯৩১- প্রখ্যাত বাঙালি লেখক এবং কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী আজকের এই দিনে ১৯৭৩ সালে জন্মেছিলেন।

৫. ১৯৯৩- আজকের এই দিনে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী আলিয়া ভাট জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালে।

মৃত্যু:

১. ১৫৩৬- আজকের এই দিনে অটোমানের সুলতান ইব্রাহিম পাশা মৃত্যুবরণ করেন ১৫৩৬ সালে।

২. ১৯৩৯- বাঙালি ভ্রমণ কাহিনী লেখক এবং উপন্যাসক জলধর আজকের এই দিনে ১৯৩৯ সালে প্রয়াত হয়।

৩. ১৯৮৪- আজকে এই দিনে ১৯৮৪ সালের কালিদাস ভট্টাচার্য ত্যাগ করেন। যিনি একজন প্রখ্যাত বাঙ্গালী দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন।

৪.২০১৫- আজকের এই দিনে ভারতীয় লেখক ও সমাজকর্মী নারায়ন দেশেই মৃত্যু বারণ করেন ২০১৫ সালে।

৫. ১৯৯৭- আজকের এই দিনে ভিক্টর ভাসারেলয় প্রয়াত হন ১৯৯৭ সালে। তিনি একজন হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের