
আজকের এই দিনের ইতিহাস
আজকের এই দিনে ইতিহাসে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা সমূহ সহ দেশে এবং বিদেশে বিশিষ্ট জনের জন্ম ও মৃত্যু দিন।
চলুন তাহলে জেনে আসা যাক এক নজরে আজকের দিনের ইতিহাস সম্পর্কে :
ঘটনাবলি:
১. ১১৯০- আজকের এই দিনে ১১৯০ সালে ইহুদিদের গণহত্যা করা হয় ইয়র্কের ক্লিফোর্ডস টাওয়ারে।
২. ১৯৭২- আজকের এই দিনে বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস শুরু হয় ১৯৭২ সালে।
৩. ১৯৯২- আজকের এই দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন বিঘা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
৪.১৯৯৭- আজকের এই দিনে ১৯৯৭ সালে গ্রামীণফোন প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে সারা বাংলাদেশে।
৫. ১৯৪৮- আজকের এই দিনে পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত করা হয়েছিল ১৯৪৮ সালে।
জন্ম:
১. ১৯০৭- এই দিনে ১৯০৭ সালে হিন্দি ভাষার ছায়াবাদ ঘরানার কবি মহাদেবী বর্মা জন্মগ্রহণ করেন।
২. ১৯৩১- আজকের এই দিনে মার্কিন অভিনেতা লিওনার্ড নিময় ১৯৩১ সালে জন্মেছিলেন।
৩. ১৯১৩- আজকের এই দিনে হাঙ্গেরীও গণিতবিদ ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন।
৪. ১৯৪১- ইংরেজ বিজ্ঞান লেখক রিচার্ড ডোকিন্স ১৯৪১ সালে জন্মেছিলেন।
মৃত্যু:
১. ১৯৭১- আজকের এই দিনে বাঙালি শিক্ষাবিদ অনুদৈপাওন ভট্টাচার্য ১৯৭১ সালে মৃত্যু বরণ করেন।
২. ২০১৫ - স্কটিশ ফুটবলার ইয়ান মইয়ার ২০১৫ সালে প্রয়াত হন।
৩. ১৯৯৯- প্রখ্যাত অরক্রেস্টাবাদক ও সুরশ্রষ্টা আনন্দ শংঙ্কর ১৯৯৯ সালে মারা যান।
৪. ২০১৫- নরওয়ের চলচ্চিত্র অভিনেতা ফ্রেড রবশাহম আজকের এই দিনে ২০১৫ সালে প্রয়াত হন।
এস আর