মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৮, ২০ জানুয়ারি ২০২৩

Google News
২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) কারো মৃত্যু হয়নি। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯ জন। সবশেষ গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৩টি নমুনা পরীক্ষা করে নতুন ৯ রোগী শনাক্ত হয়। এতে দিনে শনাক্তের হার শূন্য দশমিক ৩২ শতাংশ, আগের দিন যা ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ।

নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪০৮ জন হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে।

এছাড়া গত একদিনে ২৩০ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯০ হাজার ৩৯৬ জন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের