বেইজিংয়ে উদ্বোধন হলো চীনের প্রথম হোটেল রোবট অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা। রাজধানীজুড়ে মোট ৩১টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বাস্তব-বিশ্বের পরিস্থিতি ও হোটেল খাতের চাহিদার ওপর ভিত্তি করে আয়োজন করা হয়েছেিত এই প্রতিযোগিতা। স্মার্ট হোটেলের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা এবং একই সঙ্গে হোটেল রোবটের সরবরাহ ও ব্যবহারিক চাহিদার সমন্বয় সাধনও করাও ছিল এ প্রতিযোগিতার উদ্দেশ্য।
প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে——রুম সার্ভিস, অভ্যর্থনা ও নির্দেশনা, পরিচ্ছন্নতার কাজ পরিষ্কারকরণ এবং ও ইন্টারঅ্যাকটিভেক্টিভ বিনোদন। বাস্তব পরিস্থিতিতে রোবট কেমন দক্ষতা দেখায়, সেটাই ছিল ব্যবহারিক পরীক্ষা এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ।
কিছু রোবট লিফট ব্যবহার করে লবি থেকে বিভিন্ন তলায় অতিথি কক্ষে পৌঁছে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেরছে। আবার কেউ অতিথিকক্ষ ও পাবলিক এলাকায় পরিষ্কার-প পরিষ্কাররিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণের কাজ করছে। স্বাস্থ্য পরীক্ষা, ম্যাসাজ, প্যানকেক তৈরি থেকে চা তৈরি প্রস্তুত——এএসবও সেবা করেছে কিছু ও দিচ্ছে বিভিন্ন রোবট।
প্রতিটি বিভাগে দলগুলো একাধিক রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে বিশেষজ্ঞ বিচারকরা রোবটগুলোর কর্মক্ষমতা মূল্যায়ন করছেন।
আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার লক্ষ্য চীনের স্মার্ট হোটেল রোবট শিল্পের একটি মানদণ্ড তৈরি করা এবং হোটেল রোবট এগুলোর ব্যবহারিক প্রয়োগ আরও দ্রুত বাস্তবায়ন করা।
রেডিওটুডে নিউজ/আনাম

