শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

দাবানলের ভয়ে রিসোর্ট থেকে বিদেশি পর্যটকদের সরিয়ে নিচ্ছে তুরস্ক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০১, ১ আগস্ট ২০২১

Google News
দাবানলের ভয়ে রিসোর্ট থেকে বিদেশি পর্যটকদের সরিয়ে নিচ্ছে তুরস্ক

ছবি ইন্টারনেট

দক্ষিণ-পশ্চিম তুরস্কের সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে ভয়াবহ দাবানল এখন হোটেল এবং ঘরবাড়ির জন্য হুমকি। তুরস্কের স্থানীয় গণমাধ্যম জানায়, ছুটির দিন নির্মাতাদের সুরক্ষায় আনতে ব্যক্তিগত নৌকা এবং ইয়ট দ্বারা সহায়তা করা তুর্কি কোস্টগার্ডের জাহাজগুলো মোতায়েন করা হয়েছে।

তুরস্কের বোড্রাম শহরে তিনটি পাঁচতারা হোটেল থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

গত বুধবার থেকে বনাঞ্চলে ভয়াবহ আগুন জ্বলছে, এতে এখন অবধি ছয়জন মারা গেছেন।

শনিবার আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তারা হাজার হাজার মানুষের মধ্যে ছিলেন যারা তুরস্কের ভূমধ্যসাগরীয় এবং এজিয়ান উপকূলে রিসর্ট এবং গ্রামে প্রায় শতাধিক পৃথক দাবানলের সাথে লড়াই করছেন। ওই এলাকাটি প্রধান পর্যটন অঞ্চল।

এদিকে তুরস্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে ১০ টি আগুন ছাড়া বাকি সবই এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বোড্রামের মেয়র টুইটারে যেসব ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যায় যে, রোববার ভোরের আগুন এখনো জ্বলছে।

স্থানীয় গণমাধ্যমে কিছু নাটকীয় ফুটেজও শেয়ার করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে যে লোকজন তাদের জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

কারণ একটি বন জঙ্গলে ভরপুর পাহাড় থেকে আগুন দ্রুত শহরের দিকে এগিয়ে আসছে। তবে ছবিটা ঠিক কবে তোলা হয়েছিল তা স্পষ্ট নয়। বিবিসি অনলাইন

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের