শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

নিকটবর্তী বাস স্টেশনে গোলাগুলির পর পেন্টাগন লকডাউন, পরে প্রত্যাহার

ইন্টারন্যাশনাল ডেস্ক 

প্রকাশিত: ০৫:০৭, ৪ আগস্ট ২০২১

আপডেট: ০৫:২১, ৪ আগস্ট ২০২১

Google News
নিকটবর্তী বাস স্টেশনে গোলাগুলির পর পেন্টাগন লকডাউন, পরে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের পার্শ্ববর্তী একটি মেট্রো বাস স্টেশনে বেশ কয়েক রাউন্ড গুলির পর পেন্টাগন লকডাউন করে দেয়া হয়। অবশ্য কয়েক ঘন্টা পর লকডাউন প্রত্যাহারও করে নেয়া হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে গোলাগুলির ঘটনার সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তি অ্যাসোসিয়েটেড প্রেস এজেন্সিকে জানিয়েছেন।

দুপুর ১২টার দিকে পেন্টাগনের লকডাউন প্রত্যাহার ও প্রতিরক্ষা সদরদপ্তর খুলে দেয়া হয়। দ্য পেন্টাগন ফোর্স প্রটেকশান এজেন্সি এক টুইটে জানিয়েছে, করিডোর ৩ পথচারীদের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে তবে করিডোর ২ এবং মেট্রোতে যাওয়ার প্রবেশপথ এখনো বন্ধ।

সূত্র: ডব্লিউইউএসএ৯ডটকম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের