শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

বিশ্বের ‘সবচেয়ে বড় ব্যাঙ’ টডজিলা ধরা পড়লো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ২১ জানুয়ারি ২০২৩

Google News
বিশ্বের ‘সবচেয়ে বড় ব্যাঙ’ টডজিলা ধরা পড়লো

বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙটির দেখা মিলেছে বলে দাবি করছে অস্ট্রেলিয়ার বন বিভাগের কর্মীরা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কনওয়ে ন্যাশনাল পার্ক রেইনফরেস্টের গভীর অঞ্চলে গত ১২ জানুয়ারি ব্যাঙটির দেখা পান তারা। তারা ব্যাঙটির নাম দিয়েছেন ‘টডজিলা’।

দেশটির বন বিভাগের কর্মীদের দাবি, কেন টড প্রজাতির ব্যাঙটি সেখানকার বাস্তুতন্ত্রকে হুমিকর মুখে ফেলে দিয়েছে। বিজ্ঞানীরা কয়েক মাস আগেই বিষয়টি শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। পরে এর কারণ খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। এরই মধ্যে ১২ জানুয়ারি নিয়মিত টহলের সময় বন বিভাগের কর্মী কাইল গ্রে প্রথমবার ব্যাঙটি শনাক্ত করেন।  

গ্রে এবং তার অপর এক সহকর্মী মিলে ব্যাঙটিকে সেখান থেকে ধরে এনে তাদের কার্যালয়ে হেফাজতে রাখেন। সেখানে ব্যাঙটির ওজন মেপে দেখা যায় সেটির ওজন প্রায় ৩ কেজি (২ দশমিক ৭ কেজি)। 

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের