বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে এসেছে তার পোষা বিড়াল জেবু। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে বিড়াল জেবুও ঢাকায় আসে।
জেবুকে একটি বিশেষ খাঁচায় করে আনা হয়। পরে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি, যার ক্যাপশনে লেখা, ‘দেশে ফিরেছে জেবু’।
তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে বিড়ালের সঙ্গে খুনসুটি করার ছবি এরআগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। জেবু সম্পর্কে বিবিসি বাংলাকে তারেক রহমান বলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।’
১৭ বছর পর আজ দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

