সোমবার,

২৮ এপ্রিল ২০২৫,

১৫ বৈশাখ ১৪৩২

সোমবার,

২৮ এপ্রিল ২০২৫,

১৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

দুর্নীতির মামলায় পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ২ জুন ২০২৩

আপডেট: ১১:৩১, ২ জুন ২০২৩

Google News
দুর্নীতির মামলায় পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার

পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির মামলায়  বৃহস্পতিবার লাহোরে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাস্তা থেকে এলাহিকে গ্রেপ্তার করে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জিও নিউজকে বলেন, পুলিশের সহায়তায় দুর্নীতি দমন সংস্থা সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা আইনে এলাহীকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে যেমন ৯ মে ভাঙচুরের অভিযোগে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি দুর্নীতির মামলায় এলাহির জামিন খারিজ হয়েছে। তিনি পলাতক ছিলেন। পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের গুজরাটের উন্নয়ন তহবিল থেকে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে এলাহির বিরুদ্ধে এ মামলা করা হয়।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের