শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

পাতায়, আংটিতে কাবার ছবি এঁকে রেকর্ড গড়লেন যুবক

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ৫ অক্টোবর ২০২১

আপডেট: ০১:২৬, ৬ অক্টোবর ২০২১

Google News
পাতায়, আংটিতে কাবার ছবি এঁকে রেকর্ড গড়লেন যুবক

ছবি: সংগৃহীত

গাছের পাতায় এবং আংটির উপর মুসলিমদের পবিত্র তীর্থস্থান কাবার ছবি এঁকে নতুন রেকর্ড গড়লেন কাশ্মীরের এক যুবক। -খবর আনন্দবাজার পত্রিকার।

২৬ বছরের ওই যুবকের নাম মুদাসির রহমান। তিনি কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা। কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন মুদাসির।

তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গ়ড়তে সমর্থ হলেন। যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি মুসাদির। কিন্তু আঁকার প্রতি তাঁর ভালবাসা এবং আগ্রহ ছিল ছোট থেকেই। সেই আগ্রহ থেকে তৈরি করে নিয়েছেন নিজস্ব আঁকার ধরন।

এ নিয়ে মুসাদির সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমার আঁকার নিজস্ব ধরন রয়েছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।’’

ইন্টারনেটের মাধ্যমে নিজের শিল্পকলা তিনি সকলের সামনে তুলে ধরতে পেরেছেন বলেও জানিয়েছেন। তবে তাঁর লক্ষ্য সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরা। মাদকাসক্তি, শিশুশ্রমের মতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান কাশ্মীরের এই যুবক।

রেডিওটুডে নিউজ/জেএফ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের